ভারতে এলাহাবাদের পরে বদলে যাচ্ছে ফয়জাবাদের নামও

ভারতের ফয়জাবাদের একটি মসজিদ।

ইসলাম টাইমস ডেস্ক : মাত্র কিছু দিন আগে ভারতের এলাহাবাদ শহরের নাম পাল্টে প্রয়াগরাজ করেছিল যোগী আদিত্যনাথের রাজ্য সরকার। এর মধ্যেই আবার নাম পরিবর্তন! উত্তরপ্রদেশের ফয়জাবাদ জেলার নতুন নামকরণ হল অযোধ্যা।

মঙ্গলবার এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আদিত্যনাথের নামকরণের খেলায় এলাহাবাদের পর বাদ পড়লো ফয়জাবাদের নামও।

মঙ্গলবারের ভাষণে তিনি ফয়জাবাদ জেলার নতুন নামকরণ সম্পর্কে বলতে গিয়ে বিরোধীদের একহাত নিয়ে বলেন, ‘আজ থেকে ফয়জাবাদের নাম হল অযোধ্যা। যাঁরা এর বিরোধিতা করছেন, তাঁদের নাম রাবণ বা দুর্যোধন হল না কেন? কী কারণে তাঁদের বাবা-মা সন্তানদের রাবণ অথবা দুর্যোধন নাম দিলেন না? এই দেশে নাম মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

স্বাভাবিকভাবেই যোগী আদিত্যনাথের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কট্টর হিন্দুবাদীরা। উল্লেখ্য, উত্তরপ্রদেশের ফয়জাবাদ জেলার দুই যমজ শহর অযোধ্যা ও ফয়জাবাদ। রামচন্দ্রের জন্মস্থান হিসেবে হিন্দুদের কাছে অযোধ্যা অতি পবিত্র শহর হিসেবে গণ্য হয়।

প্রসঙ্গত, মাত্র কিছু দিন আগে সাবেক এলাহাবাদ শহরের নাম পালটে প্রয়াগরাজ করেছিল উত্তরপ্রদেশ সরকার।

পূর্ববর্তি সংবাদমহাজোটের অংশিদার হতে যাচ্ছে কি বাংলাদেশ খেলাফত মজলিস?
পরবর্তি সংবাদযে উন্নয়ন করেছি আমরা চাই সে উন্নয়ন অব্যাহত থাকুক : প্রধানমন্ত্রী