রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক শান্তি আলোচনায় আমন্ত্রণ পেয়েছে তালেবান প্রতিনিধি। গত আগস্টে দোহা শান্তি আলোচনার পর দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনায় প্রতিনিধিত্বের সুযোগ পেলো তারা।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ৯ নভেম্বর মস্কোয় এ শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আফগান সরকারের অনুমতি সাপেক্ষেই এ অনুষ্ঠানে তালেবান প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও গত আগস্টে এমন একটি উদ্যোগে আপত্তি জানায় আফগান সরকার।
শান্তি আলোচনায় ভারত, পাকিস্তান, ইরান, চীন ও যুক্তরাষ্ট্রসহ আফগান স্বার্থসংশ্লিষ্ট ১২টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ বাড়ছে এবং যুক্তরাষ্ট্র সরকার দশকব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে বেড়িয়ে আসতে চাইছে।
সূত্র : রয়টার্স ও আল জাজিরা
