যে উন্নয়ন করেছি আমরা চাই সে উন্নয়ন অব্যাহত থাকুক : প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সামনে নির্বাচন। আমরা চাই আমরা দেশের যে উন্নয়নটা করতে পেরেছি, গণতান্ত্রিক ধারা যদি অব্যাহত থাকে তাহলে উন্নয়নও অব্যাহত থাকবে। সবচেয়ে বড় কথা, দেশের আর্থসামাজিক অবস্থার উন্নতি করা।

শেখ হাসিনা বলেন, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আপনারা যদি বাংলাদেশের উন্নয়নের চিত্রটা দেখেন, তাহলে নিশ্চয়ই এটা স্বীকার করতে বাধ্য হবেন যে আমরা উন্নয়ন করতে সক্ষম হয়েছি।

মঙ্গলবার সন্ধ্যায় বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। গণতান্ত্রিক জোটের ১৬ জন প্রতিনিধি সংলাপে অংশ নেন। সংলাপে আওয়ামী লীগসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের সাজা দিয়েছি এবং কার্যকর করেছি। তারা আবার ক্ষমতায় আসুক, বাংলাদেশের জনগণও চায় না, আমরাও চাই না। যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, যুদ্ধাপরাধীরা ক্ষমতায় আসুক, তারাও সেটা চাইবে না।

প্রধনামন্ত্রী বলেন, ১/১১-এর সরকার আমাকে নির্বাচন না করার প্রস্তাব দিয়েছিল। বিনিময়ে একটি মর্যাদা দেওয়ার প্রস্তাব দেয় তারা (তত্ত্বাবধায়ক সরকার)। কিন্তু আমি একটি কথা জোর দিয়ে বলেছি, নির্বাচন হবে। জনগণ যাকে চাইবে, সে-ই ক্ষমতায় আসবে।

যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনা এবং যুদ্ধাপরাধীদের বিচার করার মতো কঠিন কাজটা এই সময়ের মধ্যে আমরা করতে পেরেছি। কারণ জনগণের সমর্থন ছিল বলেই যুদ্ধাপরাধের বিচার করার পাশাপাশি রায়ও কার্যকর করতে সক্ষম হয়েছে সরকার। এ কারণে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। যে কারণে আমাদের বাংলাদেশের প্রবৃদ্ধি হার ৭ দশমিক ৮ শতাংশ হয়েছে। আজ আমরা বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।

পূর্ববর্তি সংবাদভারতে এলাহাবাদের পরে বদলে যাচ্ছে ফয়জাবাদের নামও
পরবর্তি সংবাদতুরস্কে মুসলিম স্কলারস ইউনিয়নের সাধারণ সভা চলছে