রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ চেয়ে বি চৌধুরীর চিঠি

ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে চায় যুক্তফ্রন্ট। এ লক্ষ্যে কাছে সময় চেয়ে উভয়ের কাছে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

আজ মঙ্গলবার সকাল ১০টায় রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে ও প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ে বি চৌধুরীর চিঠিটি পৌঁছে দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।

রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার (রাষ্ট্রপতির) সঙ্গে আলোচনা করতে আগ্রহী। সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যাস্ত। সেই হিসাবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই।

চিঠিতে আগামী ৭ নভেম্বরের মধ্যে আলোচনার জন্য সময় নির্ধারণের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন বি চৌধুরী। আর ৯ নভেম্বরের মধ্যে সময় চেয়েছেন নির্বাচন কমিশনের কাছে।

পূর্ববর্তি সংবাদনির্বাচন পেছানো নিয়ে সিইসির কথায় দ্বিধা
পরবর্তি সংবাদওয়াসার পানি পরীক্ষায় ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের