সোহরাওয়ার্দি উদ্যানে চলছে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা

 ইসলাম টাইমস ডেস্ক : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং কারাবন্দি বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবি সামনে রেখে রাজধানী সোহরাওয়ার্দি উদ্যানে চলছে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা।

নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আজকের জনসভা। তবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা মঞ্চে উঠেন খানিকটা পরে।

জনসভার শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

আনুষ্ঠানিক শুরুর আগেই জাতীয় ঐক্যফ্রন্টের জনসভাস্থল সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়ে যায়।

জনসভাকে ঘিরে সকাল ১০টা থেকেই মিছিল নিয়ে সোহরওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল সহকারে উদ্যানে প্রবেশ করেন। ঘণ্টাখানেক পরই উদ্যান লোকে লোকারণ্য হয়ে উঠে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। প্রধান বক্তা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। এছাড়াও কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ এ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

পূর্ববর্তি সংবাদনতুনদের পথ পরিস্কার করতেই কি টেকনোক্র্যাট মন্ত্রীদের পদ্যতাগের নির্দেশ!
পরবর্তি সংবাদএনজিওর গাড়ি থেকে ১ লাখ ১৫ হাজার ইয়াবা আটক