আগামীকাল তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার

ইসলাম টাইমস ডেস্ক : আগামীকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি। ওই ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি।

বাংলাদেশ টেলিভিশন ও বেতারে একযোগে সিইসির ভাষণ সম্প্রচার করা হবে।

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছানোর দাবি জানিয়ে আসছে বিরোধীদলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

গত সোমবার ইসির সঙ্গে বৈঠকে সরকারের সঙ্গে চলমান সংলাপের ফলাফল দেখে তফসিল ঘোষণার দাবি জানায় তারা। সমঝোতার আগে তফসিল ঘোষণা করা হলে তারা নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করবে বলেও জানায় ঐক্যফ্রন্ট।

পূর্ববর্তি সংবাদপটিয়া মাদরাসায় জাতীয় সংগীত গাওয়ার নির্দেশনা নিয়ে যা বললেন বেফাক মহাসচিব
পরবর্তি সংবাদআন্দোলনের অংশ হিসেবেই সংলাপে অংশ নিয়েছি : ফখরুল