একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে করা সংলাপকে আন্দোলনের অংশ হিসেবে উল্লেখ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দ্বিতীয় দফা সংলাপ শেষে বিকেলে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের বাসায় সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা আন্দোলনেই আছি। আন্দোলনকে সংলাপের অংশ হিসেবেই নিয়েছি। সংলাপে সমাধান না আসলে সেই দায়দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে। সাত দফা আদায়ের জন্য আমরা আন্দোলনে আছি। কাল পদযাত্রা হবে। পরশু রাজশাহীতে সমাবেশ।
তিনি বলেন, জনগণের দাবি নিয়ে সংলাপে বসেছি। আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। জনগণকে উদ্বুদ্ধ করে, তাদের সঙ্গে নিয়েই দাবি আদায় করা হবে।
এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংলাপের অংশ নেন মির্জা ফখরুলসহ ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
