ঐক্যফ্রন্টের অনেক দাবি মেনে নিতে আপত্তি নেই : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সরকারের সংলাপ ফলপ্রসূ হয়েছে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। তাদের অনেক দাবি আমাদের মেনে নিতে কোনো আপত্তি নেই।’

আজ বুধবার দুপুরে সংলাপ শেষে গণভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সকাল ১১টায় শুরু হয়ে দ্বিতীয় দফার এ সংলাপ চলে দুপুর ২টা পর্যন্ত।

ওবায়দুল কাদের জানান, ‘ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের আশ্বস্ত করেছেন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণ ও গ্রহণযোগ্য নির্বাচনে যা করণীয়, সবই করা হবে। মন্ত্রীরা নির্বাচনের প্রচারণায় কোনো ধরনের সুযোগ-সুবিধা নেবেন না।’

তবে সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের দাবিকে নির্বাচন পেছানোর বাহানা হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পূর্ববর্তি সংবাদআল্লামা জুনায়েদ বাবুনগরী গৃহবন্দী নন, তিনি হাটহাজারীতে দায়িত্ব পালন করছেন
পরবর্তি সংবাদমালয়েশিয়ার কথা বলে প্রতারকরা শাহপরীর দ্বীপে নামিয়ে দিয়েছে ১৪ রোহিঙ্গাকে