প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০৪৬ গায়েবি মামলার তালিকা দিলো বিএনপি

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা ১০৪৬টি  ‘গায়েবি’ মামলার একটি তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে দলটি। গত ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে প্রধানমন্ত্রী বলেছিলেন, রাজনৈতিক মামলার তালিকা দিলে তা বিবেচনা করে দেখা হবে। তারই ভিত্তিতে এ তালিকা দিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ বুধবার বেলা ১১টায় এ তালিকা দেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে তাইফুল ইসলাম টিপু বলেন, মহাসচিবের একটি চিঠিসহ গায়েবি মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল হামিদ এ তালিকা গ্রহণ করেছেন।

তিনি বলেন, আমরা আংশিক তালিকা পৌঁছে দিয়েছি। এ তালিকায় কথা উল্লেখ করা হয়েছে। ২/১ দিনের মধ্যে আরও তালিকা দেওয়া হবে।

‘গায়েবি’ মামলার তালিকার একটি কপি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও দেওয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদসংলাপে নির্বাচনকালীন সরকারের রূপরেখা প্রস্তাব করেছে ঐক্যফ্রন্ট
পরবর্তি সংবাদআল্লামা জুনায়েদ বাবুনগরী গৃহবন্দী নন, তিনি হাটহাজারীতে দায়িত্ব পালন করছেন