ইসলাম টাইমস ডেস্ক : বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা ১০৪৬টি ‘গায়েবি’ মামলার একটি তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে দলটি। গত ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে প্রধানমন্ত্রী বলেছিলেন, রাজনৈতিক মামলার তালিকা দিলে তা বিবেচনা করে দেখা হবে। তারই ভিত্তিতে এ তালিকা দিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আজ বুধবার বেলা ১১টায় এ তালিকা দেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে তাইফুল ইসলাম টিপু বলেন, মহাসচিবের একটি চিঠিসহ গায়েবি মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল হামিদ এ তালিকা গ্রহণ করেছেন।
তিনি বলেন, আমরা আংশিক তালিকা পৌঁছে দিয়েছি। এ তালিকায় কথা উল্লেখ করা হয়েছে। ২/১ দিনের মধ্যে আরও তালিকা দেওয়া হবে।
‘গায়েবি’ মামলার তালিকার একটি কপি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও দেওয়া হয়েছে।
