মার্কিন কংগ্রেসের রিপোর্ট : আফগানিস্তানে অর্ধেক ভূমির নিয়ন্ত্রণ হারিয়েছে সরকার

যুক্তরাষ্ট্রের আফগানিস্তান পুনর্গঠন বিষয়ক বিশেষ পরিদর্শক জন সপকো বলেছেন, আফগানিস্তানের অর্ধেক ভূমি এখন তালেবানসহ অন্যান্য গ্রুপগুলোর দখলে। আর বাকি ভূমির নিয়ন্ত্রণ করছে সরকার।

মার্কিন কংগ্রেস পেশ করা এক রিপোর্টে তিনি এমনটি দাবি করেন। তিবিন বলেন, আফগানিস্তানের কেন্দ্রীয় সরকার দেশের অর্ধেক ভূমিরও নিয়ন্ত্রণ করে না।

রিপোর্টকি তৈরি করা হয়েছে আফগানিস্তানের নিরাপত্তার বিবেচনায় সাধারণ পরিবেশ, সরকারি প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং সেখানে মার্কিন বাহিনীর ভূমিকার উপর নির্ভর করে।

রিপোর্টে বলা হয়, আফগানিস্তানের ৪০৭টি জেলার মধ্যে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে ২২৬ জেলা। আর বাকিগুলো তালেবানসহ অন্যান্য সংগঠন নিয়ন্ত্রণ করে। এর মধ্যে তালেবানের একক আধিপত্য রয়েছে ১৩২ জেলার উপর। সম্প্রতি তালেবান আরও ৪৯টি জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

তবে রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্তানের ২১.৭ মিলিয়ন মানুষের ৬৫ ভাগই বসবাস করে সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে।

সূত্র : ডেইলি সাবাহ

পূর্ববর্তি সংবাদতুরস্কে মুসলিম স্কলারস ইউনিয়নের সাধারণ সভা চলছে
পরবর্তি সংবাদআজ সংলাপে যাচ্ছেন ঐক্যফ্রন্টের ১১ নেতা