মার্কিন রাজনীতিতে বড় ধরনের ধাক্কা খেলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষে নিয়ন্ত্রণ হারাচ্ছে তারা।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত অনুষ্ঠানে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্পের দল। তবে তারা উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রক্ষা করতে পেরেছে।
এবার হাউস অব রিপ্রেজেন্টেটিভের ৪৩৫টি আসনের সবক’টিতেই ভোট হয়েছে।
এছাড়া সিনেটের ৩৫টি এবং ৩৬টি অঙ্গরাজ্যের ৩৯টি গভর্নর পদেও ভোট হয়েছে। সিনেটে ৫১-৪৯ ব্যবধানে এর আগে সংখ্যাগরিষ্ঠ ছিল রিপাবলিকানরা। এই নির্বাচনে ৩৫ সিনেট আসনের ২৬টিই ছিল ডেমোক্রেটদের দখলে। তাই তাদের জন্য বিষয়টি চ্যালেঞ্জিংই ছিল। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে ডেমোক্রেটরা সিনেটের নিয়ন্ত্রণ নিতে পারেনি।
কারণ ইতোমধ্যে সিনেটে ৫১টি আসন রিপাবলিকানদের নিশ্চিত হয়েছে। সেখানে ডেমোক্রেটদের আসন দাঁড়িয়েছে এ পর্যন্ত ৪৩টি। বাকি ৬টি আসনের ফলাফল এখনও পাওয়া যায়নি।
নিম্নকক্ষে এখন পর্যন্ত ডেমোক্রেটরা পেয়েছে ২০০টি আসন। যেখানে রিপাবলিকানদের অর্জন ১৮৪টি। ৫৩৫ আসনের নিম্নকক্ষে আর ১৮ আসন পেলেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে ডেমোক্রেটদের।
