সংলাপে নির্বাচনকালীন সরকারের রূপরেখা প্রস্তাব করেছে ঐক্যফ্রন্ট

জাতীয় ঐক্যফ্রন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে ১০ সদস্যের নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের একটি প্রস্তাব দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

এছাড়াও খালেদা জিয়ার মুক্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলের সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের সংলাপে এ প্রস্তাব দেওয়া হয়।

ড. কামালের লিখিত এসব প্রস্তাবের বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা তাদের বক্তব্য দিয়েছেন।

তারা বলেছেন, সংবিধানের আলোকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এই সংবিধানের বাইরে আপনি এসব প্রস্তাব করছেন কেন, প্রশ্ন রাখেন আওয়ামী লীগ নেতারা।

পূর্ববর্তি সংবাদ৮ নভেম্বর তফসিল ঘোষণা চায় সম্মিলিত জোট
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০৪৬ গায়েবি মামলার তালিকা দিলো বিএনপি