কারাগার থেকে আসিয়া বিবির মুক্তি, পাকিস্তানে আবারও বিক্ষোভের শঙ্কা

ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত পাকিস্তানি নারী আসিয়া বিবি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশে  তাকে মুক্তি দেয়া হয়েছে।

কারাগার থেকে ‍মুক্তি পাওয়ার পর সে কোথায় অবস্থান করছে তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমের দাবি আসিয়া বিবি দেশত্যাগ করেছে। তবে সরকার বলছে এখনও সে দেশেই অবস্থান করছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, আসিয়া বিবিকে মুলতান থেকে একটি ইয়ারবাসে করে রাওলপিন্ডিতে নিয়ে আসা হয়েছে।

সর্বোচ্চ আদালত আসিয়া বিবিকে খালাস দেয়ার পর থেকেই পাকিস্তানজুড়ে বিক্ষোভ চলছিল। কিন্তু সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের ৩ দফা চুক্তির ভিত্তিতে আন্দোলন স্থগিত করা হয়। যেখানে বলা হয়, আসিয়া বিবির রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করা হবে এবং রিভিউ শেষ না হওয়া পর্যন্ত তাকে দেশত্যাগ করতে দেয়া হবে না।

এদিকে আসিয়ার মুক্তি ও দেশত্যাগের খবরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান।

পূর্ববর্তি সংবাদবিজিবির রামু আঞ্চলিক সদর দপ্তর উদ্বোধন
পরবর্তি সংবাদডাক্তারের ছাড়পত্র ছাড়াই বেগম জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে : রিজভী