ইসলাম টাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বারে গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছেন ১২ জন। বন্দুকধারীর অনবরত গুলিবর্ষণে তারা নিহত হন।
তবে ওয়াশিংটন পোস্টে ১৩ জন নিহত হওয়ার দাবি করা হয়েছে।
এই ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণ ক্যারোলিনার একটি বারে বুধবার রাতে গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, থাউসেন্ড ওকসের বর্ডার লাইন বার অ্যান্ড গ্রিলে কমপক্ষে ৩০ বার গুলি চালানো হয়েছে। এটি লস অ্যাঞ্জেলস থেকে ৪০ মাইল দূরে অবস্থিত।
এই ঘটনায় ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার আহবান জানিয়েছে।
সূত্র : বিবিসি ও ওয়াশিংট পোস্ট
