সংবিধানে মহান আল্লাহর উপর আস্থা-বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে : আল্লামা বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ঈমানের মূল বিষয় হলো তাওহিদ বা আল্লাহ তায়ালার একাত্ববাদে বিশ্বাসী হওয়া৷ সমস্ত নবী-রাসুলগণ নিজ নিজ উম্মতদেরকে তাওহিদের দাওয়াত দিয়েছেন৷ তাওহিদে খালেস ব্যতীত ঈমানদার হওয়া যায় না৷ বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ৷ তাই সংবিধানে মহান আল্লাহর উপর আস্থা-বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে৷

আজ ৮ ই নভেম্বর হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে আল-আমিন ফাউন্ডেশন আয়োজিত দুই দিনব্যপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মাহফিলের সভাপতিত্ব করেন।

আল্লামা বাবুনগরী আরও বলেন, তাওহিদের দাওয়াত দিতে গিয়ে নবী রাসুলগণ আ. অনেক জুলুম-নির্যাতন সহ্য করেছেন৷ হযরত ইব্রাহীম আলাইহি ওয়াসাল্লাম আগুনের রিমান্ডে গিয়েছেন এরপরও তাওহীদের ব্যপারে কোন আপোষ করেননি৷নবী রাসুলগণের উত্তরসূরী উলামায়ে কেরামও তাওহীদের ব্যপারে কোন আপোষ করতে পারে না৷

তিনি আরো বলেন, সংবিধান হলো একটা রাষ্ট্রের মূল৷ ৯০% মুসলমানের দেশের লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণের দাবি সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে৷ মুসলমানদের জন্য সংবিধান হলো মহাগ্রন্থ আল-কুরআন৷ কুরআনকে সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা করলে দেশ শান্তির রাষ্ট্রে পরিণত হবে৷

 এ সময় শাপলা চত্বরের ইতিহাস এদেশের মানুষ চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে উল্লেখ করেন আল্লামা বাবুনগরী। তিনি  বলেন, শাপলার ইতিহাস রক্তঝরা এক ইতিহাস। ঐদিনের ট্রাজেডি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। শাপলার ইতিহাস রক্তমাখা ইতিহাস৷ সেদিন জিকিররত, তাহাজ্জুদরত নবীপ্রেমিকদের নির্বিচারে শহীদ করা হয়েছিল৷ শাপলা চত্বরে সেদিন আমি স্ব-চক্ষে শহীদের রক্তমাখা লাশ দেখেছি৷ এই শান্তিপ্রিয় হাটহাজারীতেও ছয়জন নবীপ্রেমিক শহীদ হয়েছিল৷ বিখ্যাত টিভি চ্যানেল আল-জাজিরা সহ দেশী-বিদেশী অন্যান্য ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় সেই রাতের ভয়াভহ দৃশ্য বিশ্ববাসী দেখেছে৷

তিনি আরও বলেন, বিশ্বনবীর ইজ্জত রক্ষায় নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের ঈমানি আন্দোলন ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ৷

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মুফতী ওলী উল্লাহ, মুফতী সাখাওয়াত হুসাইন, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মুফতী সিরাজুল্লাহ,মাওলানা আব্দুল করীম,মুফতী আবু সাঈদ প্রমূখ৷

পূর্ববর্তি সংবাদনির্বাচন ১ সপ্তাহ পেছানোর দাবি বি চৌধুরীর
পরবর্তি সংবাদনির্বাচন পর্যবেক্ষক সংস্থা অধিকারের নিবন্ধন বাতিল করেছে ইসি