পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের সব প্রকল্পই রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। এত প্রকল্প করা হচ্ছে যেন, আমাদের ভোট না দিতে ভোটারদের হাত কাঁপবে।
বুধবার সন্ধ্যায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামীবার ক্ষমতায় এলে পরের পাঁচ বছর দুই কোটি লোকের কর্মসংস্থান হবে। চলতি অর্থবছরে সোয়া আট শতাংশের কম মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে না।
বুধবার ৩০ হাজার ২৩৪ কোটি টাকার ২৮ টি প্রকল্প পাস করা হয়েছে। গত রোববার রেকর্ড ৩৯ টি প্রকল্প পাসের তিন দিন পরেই আজ এসব প্রকল্প পাস করা হয়।
শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকালের একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আজকের (বুধবার) একনেক সভার পর আর কোনো একনেক সভা হবে না-এটা বলতে পারব না। আমি কতটা সময় দিতে পারব সেটাও বিবেচনা করতে হবে। নির্বাচনের জন্য নিজের এলাকায় বেশি সময় দিতে হবে। তবে তিনি বলেন, নির্বাচনী আইনের সঙ্গে সাংঘর্ষিক এমন কিছুই করা হবে না।
