আমরা বাংলাদেশের মুক্তি জন্য লড়াই করছি : মির্জা ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, জনগণের মধ্যে ঐক্য গড়ে আমরা বাংলাদেশের মুক্তি জন্য লড়াই করছি। এ জন্যই আমরা সংলাপে বসেছিলাম। আমাদের দাবি ছিল— পার্লামেন্ট ভেঙে দিতে হবে, দেশনেত্রীকে মুক্তি দিতে হবে। কিন্তু তা করা হয়নি।

শুক্রবার রাজশাহী মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাঠ সমান করতে হবে, সব দলকে সমান অধিকার দিতে হবে। দেশনেত্রী বেগম খালদা জিয়াকে মুক্তি দিতে হবে। অন্যথায় নির্বাচনের তফসিল গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে এই স্বৈরাচার সরকার আটকে রেখেছে। তিনি অসুস্থ, হাসপাতালে তার চিকিৎসা চলছিল, সেখান থেকে তাকে জেলখানায় নেওয়া হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘গত পাঁচ বছর ধরে গণতন্ত্র রক্ষার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। তারা পুলিশ দিয়ে, বন্দুক-পিস্তল দিয়ে মানুষকে গণতন্ত্রের অধিকার থেকে বঞ্চিত রেখেছে।’

সাত দফা দাবি নিয়ে সিলেট, চট্টগ্রাম, ঢাকার পর এবার রাজশাহীতে জনসভা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

তবে শারীরিক অসুস্থতার জন্য সভায় উপস্থিত হতে পারেননি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তবে তিনি জনসভায় উপস্থিত থাকতে না পারলেও মোবাইল ফোনে জনসভায় তার বক্তব্য শোনানো হয়। অপরদিকে সমাবেশে যোগদান করেছেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে জনসভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

পূর্ববর্তি সংবাদআমেরিকার কথিত ‘সন্ত্রাস বিরোধী’ যুদ্ধে নিহত হয়েছে কমপক্ষে ৫ লাখ মুসলিম
পরবর্তি সংবাদইস্তাম্বুলে সৌদি কনসাল জেনারেলের বাসভবনে এসিডের আলামত পাওয়ার দাবি