ইস্তাম্বুলে সৌদি কনসাল জেনারেলের বাসভবনে এসিডের আলামত পাওয়ার দাবি

ইস্তাম্বুলে সৌদি কনসাল জেনারেলের বাসভবনে হাইড্রোফ্লুরিক এসিড ও অন্যান্য রাসায়নিকের আলামত পাওয়া গেছে বলে দাবি করেছে তুরস্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একটি সূত্র।

সূত্র জানিয়েছে, হত্যাকারীরা কনসাল জেনারেল মোহাম্মদ আল-ওতায়বি’র বাসভবনের একটি কক্ষে খাশোগির মরদেহ এসিডে গলিয়ে ফেলে।

খাশোগি হত্যার প্রায় দুই সপ্তাহ পর ওই ভবনে তল্লাশি চালায় তদন্তকারীরা। এটা হতে পারে খাশোগির মরদেহ এসিড দিয়ে পুরোপুরি নিশ্চিহ্ন করতেই এই দুই সপ্তাহ সময় নেওয়া হয়েছে।

অন্যদিকে খাশোগি হত্যাকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল সফরে বেরিয়েছেন তিনি।

পর্যবেক্ষকরা বলছেন, ৮২ বছর বয়সী সালমানের জনসমক্ষে আসার প্রধান কারণ ছেলের প্রতি সমর্থন দেখানো।

পূর্ববর্তি সংবাদআমরা বাংলাদেশের মুক্তি জন্য লড়াই করছি : মির্জা ফখরুল
পরবর্তি সংবাদআগামী ২১ নভেম্বর ১২ রবিউল আউয়াল