নির্বাচনে অংশ নেবে বিএনপি

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য এমনটিই মত দিয়েছেন। তফসিল ঘোষণা হওয়ার পর দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে নির্বাচনে অংশ নেয়ার পক্ষে মত দেন। তবে আরও কয়েকদিন পরিস্থিতি পর্যবক্ষেণ করার মতও এসেছে।

সন্ধ্যায় তফসিল ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক বসে। ঘণ্টাব্যাপী বৈঠকে নেতারা তাদের মত তুলে ধরেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বেগম জিয়া ২০ দল এবং ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে বলেছেন ।

তারা নির্বাচনে যাওয়ার পক্ষে থাকলেও নেতা-কর্মীদের গ্রেফতার, খালেদা জিয়াকে হাসপাতালে থেকে কারাগারে পাঠানোসহ কয়েকটি ঘটনা তারা পর্যবেক্ষণ করছেন। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদশহর বানু : বেলুচিস্তানের পাহাড়ে ছুটে বেড়ানো প্রসূতি মা
পরবর্তি সংবাদরাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ, সব বাধা উপেক্ষা করে মানুষের ঢল