ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শত শত বাড়িঘর

দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

ইসলাম টাইমস ডেস্ক :  ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। ইতিমধ্যে ভয়াবহ এই দাবানলে একটি হাসপাতাল ও কয়েকশ বাড়ি পুড়ে গেছে। ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে হাজারো মানুষ।

শুক্রবার (৯ নভেম্বর) দেশটি এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

শুষ্ক আবহাওয়া ও জড়ো বাতাসের কারণে বনাঞ্চল থেকে সৃষ্ট দাবানল দ্রুত দেশটির প্যারাডাইস শহরে ছড়িয়ে পড়ে। এতে শহরটির কমপক্ষে ২৬ হাজার বাসিন্দা হুমকির মুখে পড়েছে।

ক্যালিফোর্নিয়ার বন ও আগুন নির্বাপক বিভাগের মুখপাত্র স্কট ম্যাক্লিন বলেন, শহরটি ধ্বংস হয়ে গেছে, সবকিছু শেষ কিছুই আর বাকি নেই তেমন।

বুট কাউন্টি অগ্নিনির্বাপক বিভাগের প্রধান ড্যারেন রিড জানান, এই দাবানলের প্যারাডাইস শহরের পর টার্গেট ৯৩ হাজার বাসিন্দা অধ্যুষিত চিকো শহর। ঘন্টায় ৩৫ মাইল গতিতে পশ্চিম দিক থেকে দাবানল শহরটির দিকে এগিয়ে আসছে।

বুট কাউন্টি শেরিফ করি হোনিয়া বলেন, আমরা কয়েকজনের মৃত্যুর খবর শুনেছি। কিন্তু এই বিষয়ে এখনো নিশ্চিত না।

বব ভ্যান নামে প্যারাডাইজ শহরের এক বাসিন্দা বলেন, ভাগ্যক্রমে আমি মোটর বাইকে করে আগুনের হাত থেকে পালিয়ে আস্তে পেরেছি। তিনি স্থানীয় এক সংবাদ মাধ্যমে জানান, গোটা শহর আগুনে পুড়ে যাচ্ছে।

পূর্ববর্তি সংবাদরাজনীতিক আলেমদের নেতৃত্বে কোথায় যাচ্ছে হেফাজত ও হাইআতুল উলইয়া?
পরবর্তি সংবাদময়নামতিতে ১০ দেশের রাষ্ট্রদূতের শ্রদ্ধাঞ্জলি