ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা খেলোয়ার মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম তুলবেন বলে দাবি করছেন আওয়ামী লীগের দলীয় সূত্র।
শনিবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া একটি গণমাধ্যমের কাছে এ দাবি করেন।
জানা যায়, মাশরাফি ও সাকিব রবিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন। তারা ওবায়দুল কাদেরকে ফোন করেছিলেন। এ ব্যাপারে ওবায়দুল কাদেরের সঙ্গে আজ তাদের কথা হয়েছে।
