নির্বাচনে আসা ছাড়া বিএনপির কোনো পথ নেই : তোফায়েল

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির নির্বাচনে আসা ছাড়া বিকল্প কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। বিএনপির শর্তগুলোর একটাও যুক্তিসম্মত নয় এবং তাদের বক্তব্য যুক্তি-তর্ক দিয়ে খণ্ডন করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (১০ নভেম্বর) দুপুরে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এক কর্মী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অন্যায়-অত্যাচার করেছে, তাদের অত্যাচারে অনেকেই মা-বাবার জানাজায়ও অংশ নিতে পারেনি। সেই বিএনপি যদি আবারো সুযোগ পায় তাহলে কঠিন অবস্থার সৃষ্টি হবে। তাই প্রতিটি ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।

মন্ত্রী বলেন, ভোলায় প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে এ গ্যাসের ওপর নির্ভর করেই জেলায় শিল্প প্রতিষ্ঠান হবে। ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর।

পূর্ববর্তি সংবাদরাঙ্গামাটিতে পিস্তলসহ জেএসকর্মী আটক
পরবর্তি সংবাদমাদানীনগর মাদরাসার শায়খুল হাদিসের ইন্তেকাল