বিবাড়িয়া মারকায দখল করতে সাদপন্থীদের হামলা

ব্রাহ্মণ বাড়িয়ার তাবলিগি মারকাযে সাধারণ সাথীদের ওপর মাওলানা সাদ-এর অনুসারীদের হামলার খবর পাওয়া গেছে। হামলায় ৩০ জন আহত হয়েছে। তন্মধ্যে ৫-৭ জনের অবস্থা গুরুতর। একজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার মাগরিবের সময় এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, আগামী বিশ্ব ইজতেমাকে সামনে রেখে মারকায মসজিদের ২৪ ঘণ্টার জোড় চলছিল। মাগরিব নামাজের সময় সাধারণ সাথীরা মসজিদে প্রবেশ করার সময় সাদপন্থীদের ৯০-১০০ জনের একটি বাহিনী অস্ত্রসস্ত্র নিয়ে সাথীদের ওপর হামলা চালায়।

এ সময় ২৫-৩০ জনের মতো আহত হয়। তাদের মাঝে ৫-৭ জন গুরুতর। একজনকে আশঙ্কজনক অবস্থায় ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।

গত ২৮ জুলাই ঢাকায় ওয়াজাহাতি জোড় হওয়ার পর বিবাড়িয়ার আলেমরা সিদ্ধান্ত নেন সাদপন্থীরা মারকাযে প্রবেশ করতে পারবে না। এরই সূত্র ধরে আজ তারা জোড় করে মসজিদে দখল করতে হামলা চালায়।

পূর্ববর্তি সংবাদসৌদি আইনে সংস্কার, হজ করতে পারবে না ৩০ লাখ ফিলিস্তিনি
পরবর্তি সংবাদআওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ব্যারিস্টার নাজমুল হুদা!