নিজস্ব প্রতিবেদক : মাদানীনগর মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ যাকারিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে তার ইন্তেকাল হয়। মাদানীনগর মাদরাসায় নিজ কক্ষে মারা যান তিনি। মৃত্যুকালে তার আনুমানিক বয়স হয়েছিলো ৬৫ বছর।
মাদানীনগর মাদরাসার মোহতামিম মাওলানা ফয়জুল্লাহ ইসলাম টাইমসকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনি জানান, মাওলানা মুহাম্মদ যাকারিয়া রহ. দীর্ঘদিন যাবত মাদানীনগর মাদরাসায় দ্বীনি খেদমত আন্জাম দিচ্ছিলেন। আজ মাগরিবের নামাজের প্রস্তুতি নিতে উঠে দাঁড়ালে হঠাৎ অসুস্থ্য বোধ করেন। তিনি ‘আল্লাহ আল্লাহ’ বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন। জরুরি ভিত্তিতে ডাক্তার ডেকে আনলে ডাক্তার বলেন উনি আর নেই।
মাওলানা যাকারিয়া রহ. সন্দ্বীপে জন্মগ্রহণ করেন এবং সেখানেই প্রাথমিক লেখাপড়া সম্পন্ন করেন। এরপর তিনি দারুল উলুম দেওবন্দ লেখাপড়া শেষ করেন।
কর্মজীবনে দীর্ঘ ২০ বছর মাদানি নগর মাদরাসার শায়খুল হাদিস ছিলেন। এর আগে তিনি ভারতের প্রদেশ রাজস্থানের একটি মাদরসায় ১০ বছর এবং ঢাকা ফরিদাবাদ মাদরসায়ও দীর্ঘদিন খেদমত করেছিলেন।
তিনি হজরত মাওলানা আ’সাদ মাদানী রহ.-এর খলিফা ছিলেন।
তিনি ২ ছেলে, ২ মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।
মাদানীনগর মাদরাসার মোহতামিম মাওলানা ফয়জুল্লাহ মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মরহুমের নামাজে জানাযার সময় ও দাফনের স্থান সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামীকাল সকাল ১০টায় মাদানীনগর মাদরাসায় তার জানাযার সম্ভাব্য সময় হিসেবে বলা হয়েছে।
