আদাবরে সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার যুবলীগ নেতা তুহিন

ইসলাম টাইমস ডেস্ক : ঢাকার আদাবরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হওয়ার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আরিফুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মহানগর পুলিশর তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার বিশ্বাস এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আদাবর যুবলীগের আহবায়ক তুহিনকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

তুহিনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দীন মীর।

আরিফুর রহমান তুহিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের অনুসারী হিসেবে পরিচিত।

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ২ জন মারা যান। ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং ওই আসন থেকে এবার মনোনয়ন প্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে শনিবার কয়েক দফা সংঘর্ষ হয়। নবোদয় হাউজিং, আদাবরের ১০ ও ১৬ নম্বর সড়ক, শম্পা মার্কেট এলাকা এবং উত্তর আদাবরের সুনিবিড় হাউজিংয়ে ওই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।।

পূর্ববর্তি সংবাদনবীগণের সিরাত আলোচনা করব হেদায়েত গ্রহণের জন্য, দোষ খোঁজার জন্য নয়
পরবর্তি সংবাদমশাল নয়, নৌকা প্রতীকে নির্বাচন করবে জাসদ (ইনু)