নির্বাচন পেছাবে কি না জানা যাবে সোমবার : সিইসি

ইসলাম টাইমস ডেস্ক :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ঘোষিত তারিখ (২৩ ডিসেম্বর) পেছানো হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত হবে সোমবার।

রোববার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

গত ৮ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। তফসিল অনুযায়ী ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা, ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর।

সাংবাদিকদের সিইসি নূরুল হুদা বলেন, নির্বাচনের তারিখ পেছানো হবে কিনা এখন বলতে পারব না। যেহেতু আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। সোমবার সিদ্ধান্ত জানানো হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন পেছানোর দাবি উঠেছে। আওয়ামী লীগ বলছে, নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নিলে তাদের আপত্তি নেই।

সিইসি বলেন, আমরা অবশ্যই চাই সব দল নির্বাচনে আসুক। তবে কখন কোথায় কী করা হবে না হবে সেটি এখনই কিছু বলতে পারব না। কারণ কারো সঙ্গেই তফসিল পেছানো নিয়ে কথা হয়নি।

রোববার একমাস নির্বাচন পেছানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট। যুক্তফ্রন্টও নির্বাচন পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোট করার জন্য দাবি জানিয়েছে। আর নির্বাচন কমিশন ভোট পেছালে আওয়ামী লীগের কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পূর্ববর্তি সংবাদভারতের ইতিহাস-ঐতিহ্যে মুসলমানদের অবদানই বেশি : ওমপ্রকাশ রাজবর
পরবর্তি সংবাদসোমবার থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু