যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরীকে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
গতকাল শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বদরুদ্দোজা চৌধুরীর বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন কাদের সিদ্দিকী। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতিকে ঐক্যফ্রন্টে ফিরে আসার অনুরোধ জানান।
কৃষক-শ্রমিক-জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাদের সিদ্দিকী বিকল্প ধারার প্রেসিডেন্ট বি.চৌধুরীর বাসায় গিয়েছিলেন। তিনি বি.চৌধুরীকে জাতীয় ঐক্যফ্রন্টে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন।
কাদের সিদ্দিকীর বরাত দিয়ে ইকবাল সিদ্দিকী আরও বলেন, বি.চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে কাদের সিদ্দিকী বলেছেন, ‘আপনি এবং ড. কামাল হোসেন যুক্তফ্রন্ট করেছেন। এরপর আপনারা একসঙ্গে পথ চলা শুরু করেন। এখন ড. কামাল জাতীয় ঐক্যফ্রন্ট করেছেন, আপনাকে অনুরোধ করবো আপনি ঐক্যফ্রন্টে যোগ দিন। আমরা একসঙ্গে পথ চলতে চাই। এবং দেশের জন্য কাজ করতে চাই।’
