ইসলাম টাইমস ডেস্ক : বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের রুমখাঁ চরপাড়া গ্রামে শারমিন আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে।
শনিবার বিকেলে নিজ বাড়িতে ঢুকে শারমিনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।
নিহত শারমিন চরপাড়া গ্রামের মৃত আবু তাহেরের মেয়ে। শারমিনরা ৩ বোন ১ ভাই। ২ বোনের বিয়ে হয়েছে। ছোট ছেলে ও মেয়ে শারমিনকে নিয়ে জাহানারা বেগম বাড়িতে একাই থাকতেন।
নিহতের মা জাহানারা বেগম অভিযোগ করে বলেন, কক্সবাজার টেকনাফাইপ্পা পাহাড়ের বাসিন্দা আব্দুল করিমের ছেলে নুরুল কবির (২৮) দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। সে ডাকাত প্রকৃতির লোক। তাই তার প্রস্তাব প্রত্যাখান করা হয়। এতে ক্ষুদ্ধ হয়ে নুরুল কবির আমার মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেছে।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, পরিকল্পিতভাবে কলেজছাত্রী শারমিনকে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন প্রতিদিনের মতো শনিবারও কলেজ শেষে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরে। ওই সময় বাড়িতে কেউ ছিল না। শারমিনের মা তার অসুস্থ বাবাকে দেখতে গিয়েছিলেন। এ সুযোগে খুনি শারমিনকে খুন করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তার মা বাড়িতে ফিরে মেয়ের রক্তাক্ত লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন।
জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, অভিযুক্ত নুরুল কবিরের বোনের বিয়ে হয়েছে চরপাড়া গ্রামে। সেই সুবাদে নুরুল কবির এখানে আসা-যাওয়া করতেন। এলাকাবাসী অনেকেই জানিয়েছেন, হত্যা করে পালিয়ে যাওয়ার সময় নুরুল কবিরকে দেখেছেন তারা।
