মার্কিন বাহিনীকে দেশ ছাড়ার আহবান ইরাকি পার্লামেন্টের

ইসলাম টাইমস ডেস্ক : আমেরিকান বাহিনীকে ইরাক ছাড়ার আবহান জানিয়েছেন দেশটির জাতীয় সংসদ। তারা বলেছে, আমেরিকান বাহিনীর ইরাক ছেড়ে যাওয়ার সুনির্দিষ্ট সময় দিতে হবে।

ইরাক পার্লামেন্টের সদস্য ও ইরাকি কনস্ট্রাকশন এলাইন্স-এর সিনিয়র নেতা আহমদ আল আসাদি বলেছেন, ইরাক পার্লামেন্ট আমেরিকান বাহিনীর ইরাক ত্যাগে চাপ প্রয়োগ করতে চান।

তিনি বলেন, পূর্বে সংসদ সদস্যরাও আমেরিকান বাহিনীকে দেশ ত্যাগ করতে বলেছিলো। কিন্তু নতুন সংসদ আমেরিকার কাছে সুনির্দিষ্ট সময় চায়।

আল আসাদি বলেন, ‘বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের বিজয়ের ইরাক সরকার দেশের মাটিতে আমেরিকান বাহিনীর উপস্থিতির প্রয়োজন মনে করছে না।’

সূত্র : মিডল ইস্ট মনিটর

পূর্ববর্তি সংবাদআওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন মাশরাফি
পরবর্তি সংবাদপশ্চিমবঙ্গের মহিলা-সমাবেশে সমকামিতা, পরকীয়া ও মদ নিষিদ্ধের দাবি