কাবুলে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ৬ জন

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ (১২ নভেম্বর) আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ চেকপোস্টের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। ওই প্রতিবেদনে বলা হয়, পায়ে হেঁটে ওই হামলাকারী পুলিশ চেকপয়েন্টের দিকে যায়। কাছেই একটি স্কুলও ছিলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে তৎক্ষণাত অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ বলেন,  তিনি ঘটনাস্থল থেকে ২০ মিটার দূরে ছিলেন। আধঘণ্টা আগেই সেখানে একটি মিছিল হচ্ছিলো। বশির বলেন, ‘আমি চারটি মরদেহ সরিয়েছি। আরও বেশ কয়েকটি দেহ পড়ে ছিলো।’

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কাবুলের ওই মিছিলে সরকারবিরোধী শত শত মানুষ অংশ নিয়েছিলেন।

পূর্ববর্তি সংবাদতরুণদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদপদ্মায় স্পিডবোটডুবি, নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার