খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে গেছেন ৫ নেতা

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন দলটির পাঁচ নেতা।

তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস।

সোমবার বিকাল ৩টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে পৌঁছেন তারা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী। দুর্নীতির দুটি মামলায় খালেদা জিয়াকে আদলত ১৭ বছর জেল দিয়েছেন।

জানা গেছে, ২০-দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাদের মতামত এবং নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি সারসংক্ষেপ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে সেটি অবহিত করতেই নেতারা কারাগারে গেছেন।

পূর্ববর্তি সংবাদহত্যার আগে খাশোগি, ‘দম বন্ধ হয়ে আসছে, আমার মাথা থেকে ব্যাগ সরাও’
পরবর্তি সংবাদতরুণদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী