ঝিনাইদহ শহরের আরাপপুরে বাসচাপায় বিপ্লব হোসেন (১৩) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। গতকাল রবিবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব হোসেন শহরের মডার্ন মোড় এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। সে আরাপপুর দারুল উলুম কারীমিয়া কওমিয়া মাদ্রাসার জামায়াতখানার ছাত্র।
স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে বিপ্লব মাদরাসা থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় শহরের বাস টার্মিনাল এলাকা থেকে আরাপপুরগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
