অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ইসলামী ঐক্যজোট। গতকাল রবিবার (১১ নভেম্বর) সকাল ১০টায় লালবাগে দলটির কার্যালয়ে চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। তিনি নরসিংদী-৩ (শিবপুর) আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদিকে মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন ৫০টি ফরম বিক্রি হয়েছে বলে দলটির সূত্রে জানা গেছে। দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ চট্টগ্রাম-৭, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রশিদ মজুমদার ঢাকা-৬, ভাইস চেয়ারম্যান মাওলানা জসিমউদ্দিন ঢাকা-১৩, ভাইস চেয়ারম্যান মাওলানা এহতেশাম সারওয়ার নেত্রকোনা-৩, যুগ্ম মহাসচিব মাওলানা মুফতী তৈয়্যব হোসাইন ময়মনসিংহ-২, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম টাঙ্গাইল-৭, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন কুমিল্লা-১, মাওলানা ফারুক আহমদ চাঁদপুর-১, মাওলানা মীর মো. হেদায়েতুল্লাহ গাজী গাজীপুর-৩, মাওলানা মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়া-৫, মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী ঢাকা-৩, মাওলানা ক্বারী নাসিরউদ্দিন ঝালকাঠি-১, মো. শাহ আলম ঢাকা-৪, মাওলানা যাকারিয়া মাহমুদ ঢাকা-২০, মাওলানা মাহমুদুল হাসান ঢাকা-৭, মো. ওবায়দুল হক ঢাকা-৫, মাওলানা ক্বারী বশির আহমদ বরগুনা-২, মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জ-৪, মাওলানা আজিজুর রহমান হবিগঞ্জ-২ মাওলানা মো. ইসহাক নরসিংদী-১, মাওলানা ক্বারী রহমতুল্লাহ নেত্রকোনা-১, মো. সাঈদুর রহমান ময়মনসিংহ-৮, মুফতী কামরুল ইসলাম ময়মনসিংহ-৯ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন।
দলটি মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে। একইদিন বাদ জোহর লালবাগ কার্যালয়ে ফরম সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
