ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচন কমিশন সরকারের ইচ্ছাতেই ভোটের তারিখ এক সপ্তাহ পিছিয়েছে। ভোট চুরির জন্যই সরকার এ পরিকল্পনা করেছে। নির্বাচন কমিশন ঠিকভাবে চলছে না বলে মন্তব্য করেছেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।
আজ মঙ্গলবার দুপুরে ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক থেকে বেরিয়ে তিনি একথা জানান।
কাদের সিদ্দিকী বলেন, প্রত্যেকটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া হয়। কিন্তু এ নির্বাচন কমিশন সেটি করেনি।
তিনি বলেন, আমার সন্দেহ হয়, প্রধান নির্বাচন কমিশনার ভালোভাবে নির্বাচন করতে পারবেন কিনা। এ সন্দেহ এখনো মানুষের মধ্যে আছে। অনেকের ধারণা-সরকার ভোট নিয়ে যাবে। আমার ধারণা, সরকার ভোটে টিকতেই পারবে না।
ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্তিত ছিলেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরী।
