ইসলাম টাইমস ডেস্ক : লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। জেলার আদিতমারী উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল জলিল মিয়া (৫২), গোলাম রব্বানী (৪৬) ও সহিদার রহমান(৩৮)।
আদিতমারী থানার ওসি মাসুদ রানা সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
