ইসলাম টাইমস ডেস্ক : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদকে ক্ষমতাচ্যুত করার আহবান জানিয়েছেন দেশটির বিরোধী একটি পক্ষ।
তারা সালমানের পরিবর্তে এক বছরের জন্য আহমেদ বিন আবদুল আজিজ আল-সৌদকে ক্ষমতাসীন করার প্রস্তাব করেছে।
‘সুশাসনের জন্য জোট’ নামের একটি পক্ষ অজ্ঞাতনামা স্থান থেকে এ আহবান জানিয়েছে। আল-খালিজ অনলাইনে বিবৃতিটি প্রকাশিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সৌদির শাসন ক্ষমতায় কারা থাকবেন তা দেশের জনগণ নির্ধারণ করবে। গত চার বছরে প্রমাণ হয়েছে যে, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ দেশের শাসনকার্য চালানোর যোগ্য নন। তাদের শাসনব্যবস্থা দেশ, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, জনগণ ও সম্পদকে হুমকির মুখে ফেলেছে।
একই সঙ্গে জোট রাজবন্দীদের মুক্তি, প্রশাসনে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধি, সামরিক বাহিনীতে সৌদি নাগরিকদের অবাধ অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিপর
