ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।
বুধবার (১৪ নভেম্বর) দুপুরে এই সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করছে বলে জানা গেছে।
নয়াপল্টনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ইটপাটকেল নিক্ষেপ করছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এছাড়া পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
মনোনয়ন প্রত্যাশীদের ভীড় নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সঙ্গে এ সংঘাতের সৃষ্টি হয়।
