দলীয় প্রার্থীকে মেনে নিতে হবে : শেখ হাসিনা

ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের দলীয় প্রার্থীকে মেনে নেয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, যাকেই মনোনয়ন দেওয়া হবে তাকেই মেনে নিতে হবে।

আজ বুধবার গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যাকেই মনোনয়ন দেব, তাকেই আপনাদের মেনে নিতে হবে। আপনারা কথা দিলেন?’ এ সময় প্রধানমন্ত্রীর কথায় মনোনয়ন প্রত্যাশীদের সবাই সম্মতি দেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি সবার সম্পর্কে জানি। আপনাদের সব তথ্য আমাদের কাছে আছে। কারা কি করেছেন, কারা কোন দল থেকে এসেছেন আমি সব জানি। বেশি লাফালাফি করার দরকার নেই। কোনো গ্রুপিং করারও দরকার নেই।’

তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই সময় সবার ঐক্যবদ্ধ থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

আওয়ামী লীগের কোনো কোনো আসনে একাধিক প্রার্থী থাকার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব আসনে যোগ্য নেতৃত্ব গড়ে উঠছে না। আপনারা যোগ্য নেতৃত্ব তৈরি করুন।

পূর্ববর্তি সংবাদসরকারের নির্দেশে বিএনপি কর্মীদের উপর হামলা চালিয়েছে পুলিশ : রিজভী
পরবর্তি সংবাদওয়াজ-মাহফিলের বক্তা ও আয়োজকদের যেসব ব্যাপারে মনোযোগী হওয়া উচিত