সেনাবাহিনীর জেনারেলকে সৌদিতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

ইসলাম টাইমস ডেস্ক ।।  মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল জন আবিজায়িদকে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) এএফপির এক প্রতিবেদনে এমন সংবাদ জানা যায়।

৬৭ বছর বয়স্ক জেনারেল জন আবিজায়িদ লেবাননী খ্রিষ্টান বংশোদ্ভুত মার্কিন নাগরিক। এর আগে তিনি ইরাক যুদ্ধে দীর্ঘদিন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। লেবাননী বংশোদ্ভুত হওয়ায় তিনি শুদ্ধ আরবি ভাষায় কথা বলতে পারেন।

ক্যালিফোর্নিয়ায় বসবাসরত জন আবিজায়িদ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সৌদি আরব বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর আগে ইউএস মিলিটারি একাডেমি থেকে অন্যান্য উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বিশুদ্ধ আরবি ভাষা শেখা ও আরবি সংস্কৃতি জানার জন্য সেনাবাহিনীর অধীনে জর্দানে পড়াশোনা করেন।

ধারণা করা হচ্ছে, জন আবিজায়িদের মাধ্যমে ট্রাম্প সরকার সৌদি আরবের সঙ্গে তাদের সামরিক সহযোগিতা আরও জোরদারে সক্ষম হবে।

পূর্ববর্তি সংবাদওয়াজ-মাহফিলের বক্তা ও আয়োজকদের যেসব ব্যাপারে মনোযোগী হওয়া উচিত
পরবর্তি সংবাদশ্রীলংকার পার্লামেন্টে রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা