আফগানিস্তানে তালেবান হামলায় ৩০ পুলিশ নিহত

আফগানিস্তানের ফারাহ প্রদেশে তালেবান হামলায় ৩০ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। এসময় ১৭ তালেবান সদস্যও নিহত হন। গতকাল বুধবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে দেশটির পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশ এ হামলার ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ফারাহ প্রাদেশিক কাউন্সিলের সদস্য দাদুল্লাহ কানি বলেছেন, হামলাটি প্রদেশের খাকি সাফেদ জেলা পুলিশ চৌকিতে হয়। পুলিশের বিরুদ্ধে তালেবানদের এ হামলা চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে বলে জানান তিনি।

কাবুলের আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা সামিউল্লাহ শামীম জানিয়েছেন, এ হামলায় যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে জেলা পুলিশ কমান্ডার আব্দুল জাবরও রয়েছেন। হামলার একপর্যায়ে তালেবানরা পুলিশের কাছে পরাস্ত হয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ রেখে পালিয়ে যান।

হামলার প্রতিশোধ নিতে বিমান হামলা চালানো হয়। এতে তালেবানের ১৭ সদস্য নিহত হন।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ পার্লামেন্টের উদ্বেগ
পরবর্তি সংবাদস্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে যে কারণে অনুপস্থিত ছিলেন আল্লামা আশরাফ আলী ও মাওলানা আবদুল কুদ্দুস