ইসলাম টাইমস ডেস্ক : তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গ্রেফতারের ১২০ দিন জামিন পেলেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলম। এরপর দেশ-বিদেশের বুদ্ধিজীবীরা তার মুক্তি দাবি করে আসলেও একাধিকবার শহিদুল আলমের জামিন নাকচ করে আদালত।
