নয়াপল্টনের সংঘর্ষ : মির্জা আব্বাসকে আসামী করে ৩ মামলা, গ্রেফতার ৫০

ইসলাম টাইমস ডেস্ক : গতকাল বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করে গতকাল বুধবার পল্টন থানায় এসব মামলা করা হয়।

পল্টন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধার অভিযোগে এসব মামলা হয়।

এসব মামলায় অন্তত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের দুটি গাড়ি পোড়ানো হয়, ভাঙচুর করা হয় অনেক গাড়ি। এরপর থেকেই চলছে দোষারোপ আর পাল্টা দোষারোপ।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, গতকাল দুপুরে হাজারখানেক নেতা-কর্মীর মিছিল পুরো রাস্তা আটকে দেয়। মিছিলটিকে রাস্তা থেকে সরিয়ে একটি লেন চালু করার চেষ্টায় পুলিশ লাঠিপেটা করলে সংঘাতের সূত্রপাত হয়। দেড় ঘণ্টার সংঘর্ষে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি তাদের।

সংঘর্ষের জন্য পুলিশ দুষছে মির্জা আব্বাস, তাঁর স্ত্রী আফরোজা আব্বাস, বিএনপির নেতা আখতারুজ্জামান ও নবীউল্লাহকে।

পূর্ববর্তি সংবাদধানের শীষে নির্বাচন করবে জাতীয় ঐক্যফ্রন্টের ৪ দল
পরবর্তি সংবাদকিশোরগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড