পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব প্রত্যাখানে ক্ষুব্ধ মমতা

ইসলাম টাইমস ডেস্ক : ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটা কেন্দ্রীয় বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার একটা চক্রান্ত।

জানা গেছে, পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। স্বরাষ্ট্র থেকে এই প্রস্তাব পাঠানো হয় বিদেশ মন্ত্রণালয়ে (পররাষ্ট্র মন্ত্রণালয়)। বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাজ্যকে আপত্তির কথা জানানো হয়েছে। ‘বাংলা’ নামে কেন আপত্তি, তাও ব্যাখ্যা করা হয়েছে।

বিদেশ মন্ত্রণালয় ব্যাখ্যায় বলেছে, ১. প্রতিবেশী দেশ বাংলাদেশ। ভারতের সঙ্গে তাদের সুসম্পর্ক। এই অবস্থায় একটি অঙ্গরাজ্যের নাম ‘বাংলা’ হলে বিভ্রান্তি আসতে পারে। কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে পারে। ২. হিন্দি ও ইংরেজিতে আলাদা নাম না দিয়ে রাজ্যের একটাই নাম থাকুক। বাকি রাজ্যগুলো সব ভাষায় একই নামে ডাকা হয়।

মমতার সরকার পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব পাস করেছিল। প্রস্তাবে ছিল, পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা ভাষায় ‘বাংলা’, হিন্দিতে ‘বঙ্গাল’ এবং ইংরেজিতে ‘বেঙ্গল’ হবে। বর্তমানে বাংলা ভাষায় পশ্চিমবঙ্গ, ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ এবং হিন্দিতে ‘পশ্চিমবংগাল’ বলা হয়ে থাকে।

কেন্দ্রের আপত্তিতে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় এক বিবৃতিতে বলেছেন, ‘আমি দেখতে পাচ্ছি, রাজনৈতিক অভিসন্ধি নিয়ে প্রতিদিন দেশের নানা ঐতিহাসিক জায়গার নাম পাল্টে দিচ্ছে বিজেপি। স্বাধীনতার পর অনেক জায়গার নামই পাল্টানো হয়েছে। উড়িষ্যার নাম পাল্টে হয়েছে ওড়িশা, বম্বে হয়েছে মুম্বাই, মাদ্রাজ হয়েছে চেন্নাই, ব্যাঙ্গালোর হয়েছে বেঙ্গালুরু। ভাষা ও রাজ্যের মানুষের অনুভূতির কথা মাথায় রেখেই হয়েছে এসব পরিবর্তন, যা একেবারেই সঠিক সিদ্ধান্ত।’

মুখ্যমন্ত্রীর দাবি, ‘এরপর তিনটি ভাষাতেই রাজ্যের নাম বাংলা করার সিদ্ধান্ত নিয়ে তা পাঠানো হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। যদিও তারপর দীর্ঘদিন অপেক্ষা করা সত্ত্বেও নিশ্চুপ কেন্দ্র। যা নিশ্চিতভাবেই রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা। রাজ্যে কোনো অস্তিত্ব না থাকলেও একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের নাম বদলানোর সিদ্ধান্তে প্রভাব খাটাতে পারে কি? সাংবিধানিক রীতিনীতি মেনে আমরা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেও কেন্দ্র তা হতে দিচ্ছে না। এটা কি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিধি ভঙ্গ করছে না?’

এদিকে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন না করায় রাজ্যটির বিজেপি নেতারা আনন্দিত। তাঁরা বলেন, ‘পশ্চিমবঙ্গের নামের সঙ্গে দেশ ভাগের ইতিহাস জড়িত। সেই নাম বদলে বাংলা করার সিদ্ধান্ত শুধু হঠকারী নয়, বিভ্রান্তিকরও বটে। কারণ আমাদের প্রতিবেশী দেশের নামই বাংলাদেশ।’

পূর্ববর্তি সংবাদস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক : তাবলিগ সংকট নিরসনে আবারও দেওবন্দ যাচ্ছেন আলেম প্রতিনিধি দল
পরবর্তি সংবাদসুস্থ হয়ে ঘরে ফিরেছে বালিয়া মাদরাসার ছাত্ররা