বিএনপি সন্ত্রাসী সংগঠন, তাদের সবাইকে জেলে ভরে রাখা উচিত : জয়

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে একটি সন্ত্রাসী দল এবং তাদের সবাইকে জেলে ভরে রাখা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেছেন, বিএনপিকে কোনো দিক থেকেই আর রাজনৈতিক দল বলা যায় না, তারা একটি সন্ত্রাসী সংগঠন। তাদের সবাইকে জেলে ভরে রাখা উচিত।

গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের  সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে জয় এ কথা লেখেন।

সেখানে একটি সংবাদ তিনি শেয়ারও করেন।

পোস্টে জয় আরও বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে না হতেই বিএনপির সহিংসতাও শুরু হয়ে গেছে। ঠিক যেভাবে তারা ২০১৩ ও ২০১৫ সালে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষদের জীবন্ত পুড়িয়েছিল। ’

পূর্ববর্তি সংবাদকিশোরগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
পরবর্তি সংবাদজামিন পেলেন আলোকচিত্রী শহিদুল আলম