বি চৌধুরীর বাসায় ব্রিটিশ হাইকমিশনার, প্রতীক বরাদ্দের সময় পেছানোর দাবি

ইসলাম টাইমস ডেস্ক : বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী প্রতীক বরাদ্দের সময় বাড়াতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন। তারা নির্বাচনি জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা ১০ দিন বৃদ্ধি করে ২৬ নভেম্বর পুনঃনির্ধারণের অনুরোধ করেছে।’

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে তার দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুকসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে চিঠি নিয়ে যান।

ব্যারিস্টার উমর ফারুক বলেন, ‘বিকল্প ধারা মনে করে তফসিল যেহেতু এক সপ্তাহ পেছানো হয়েছে, সেহেতু এ বিষয়টি জানানোর সময়সীমাও বাড়ানো হোক।’

এর আগে বি. চৌধুরী তফসিল এক সপ্তাহ পেছানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছেন। পরে তফসিল পেছানোর পর আবার ধন্যবাদ জানিয়ে চিঠি দেন।

চিঠিতে বি চৌধুরী আরও বলেন, ‘যুক্তফ্রন্ট এখনও জোট সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে, তাই নির্বাচনি জোটের প্রতীক বরাদ্দের ব্যাপারে আপনাদের দেওয়া সময়সীমা বৃদ্ধি করা যৌক্তিক ও প্রয়োজন।’

এদিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) সঙ্গে বৈঠক করবেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে প্রতিনিধি দলটি বি চৌধুরীর বারিধারায় বাসায় যাওয়ার কথা রয়েছে।

বি চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম বলেন, বৈঠকে বি. চৌধুরী ছাড়াও উপস্থিত থাকবেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলটির প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী এবং অ্যালিশন ব্লেকের সঙ্গে থাকবেন বাংলাদেশে যুক্তরাজ্য হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ক্যানবার হোসেইন-বর ও হাইকমিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট এজাজুর রহমান।

হাইকমিশনের প্রতিনিধি দল একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করবেন এবং বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন।

পূর্ববর্তি সংবাদনির্বাচনের আগেই সেনা মোতায়েন হবে : নির্বাচন কমিশন সচিব
পরবর্তি সংবাদরোহিঙ্গাদের অনীহায় অনিশ্চয়তার মুখে প্রত্যাবাসন কার্যক্রম