ইসলাম টাইমস ডেস্ক : কুমিল্লার মুরাদনগর উপজেলার শুশুন্ডা নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ব্যাবসায়ীরা জানান।
বুধবার দিবাগত রাত ১১টায় বৈদ্যুাতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার বিল্লাল হোসেন।
জানা যায়, উপজেলার শুশুন্ডা নতুন বাজারের সিদ্দিক মার্কেটের অলেক মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল হোসেন বলেন, আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
