নিজস্ব প্রতিবেদক : তাবলিগ জামাতের চলমান সংকট নিরসনে আবারও দেওবন্দ যাচ্ছেন বাংলাদেশের আলেম ও বিশিষ্ট ব্যক্তিদের একটি প্রতিনিধি দল। আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অফিসে তাবলিগ বিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত মাওলানা মাজহারুল ইলসাম এ খবর নিশ্চিত করেন।
তাবলিগ জামাতের চলমান সংকট, বিভিন্ন মারকাজে সাধারণ মুসল্লিদের উপর হামলা ও আসন্ন ইজতেমাকে সামনে রেখে আজ বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুহাম্মদ যোবায়ের, মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, ইন্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম, ধর্মসচিব মো. আনিছুর রহমান ও আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ থাকবেন বলে জানা গেছে।
আবারও কেন দেওবন্দ যেতে হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে মাওলানা মাজহার বলেন, ‘মাওলানা সাদ-এর অনুসারীদের দাবি দেওবন্দ তার অবস্থান থেকে সরে এসেছে। তাদের কথার সত্যতা যাচাইয়ের জন্য আবারও দেওবন্দ যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
বৈঠকে উপস্থিত অপর একটি সূত্র জানিয়েছে, ‘আসন্ন জাতীয় নির্বাচনের কথা বিবেচনা করে ইজতেমার তারিখ চূড়ান্ত না করার আহবান জানিয়েছেন মন্ত্রী মহোদয়। তিনি বলেছেন, নির্বাচন যথা সময়ে হলে ইজতেমা করা যাবে। না হলে হয়তো ইজতেমা পেছানো লাগতে পারে। নির্বাচনের তারিখ বিষয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন তাই ইজতেমার তারিখ চূড়ান্ত বলে ঘোষণা না করাই ভালো।’
শেখ আবদুল্লাহ ও ধর্ম সচিবের অন্তর্ভূক্তি মাওলানা সাদ-এর অনুসারীদের অনুরোধেই হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিনিধি দলের উল্লিখিত ছয়জন ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ।
