ইসলাম টাইমস ডেস্ক : সাম্প্রতিক গাজা আক্রমণ ও হামাসের সঙ্গে যুদ্ধ বিরতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ইসরাইলের একাধিক রাজনীতিবিদ। তারা মনে করছেন যুদ্ধ বিরতি চুক্তি করা আত্মসমর্পনের শামিল।
এ চুক্তির প্রতিবাদে ইতোমধ্যে একজন ইসরাইলি মন্ত্রীও পদত্যাগ করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অপর মন্ত্রী তজচি হেনগবি।
ইসরাইল সরকারের আঞ্চলিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী তজচি হেনগবি বলেছেন, ‘এবার আমরা খালি হাতে ফিরেছি। কিন্তু সামনে ইহুদি যুবকরা পাঁচশো কফিন নিয়ে ফিরবে গাজা থেকে।’
তবে মন্ত্রী এবারের সংঘাতের জন্য হামাসকে দায়ী করেন। তিনি বলেন, হামাস বিনা উস্কানিতে আক্রমণ শুরু করেছে। ইসরাইলের অভ্যন্তরে চারশো রকেট এবং একশো বোমা নিক্ষেপ করেছে। হামাসের আক্রমণের প্রতি উত্তরে ইসরাইল সরকার গাজায় বিমান হামলা শুরু করে।
উল্লেখ্য, ১২ নভেম্বর সোমবার ইসরাইলের নিরাপত্তা বাহিনী গাজায় আকস্মিকভাবে বিশেষ সামরিক অভিযান চালায়। এতে হামাসের একজন সিনিয়র সামরিক কর্মকর্তাসহ আল-কাসিম ব্রিগেডের ৭ সদস্য নিহত হয়। এই হামলার প্রতিবাদে হামাস ইসরাইলে রকেট হামলা শুরু করে। হামাসের আক্রমণে একজন সেনা অফিসার ও একজন সাধারণ ইসরাইলি সেনা নিহত হয়।
অন্যদিকে ইসরাইলি সেনা বাহিনী বলছে, বুধ ও বৃহস্পতিবারের সামরিক অভিযানে তাদের খরচ হয়েছে ৩৩ মিলিয়ন ডলার।
সূত্র : মিডল ইস্ট মনিটর
