নাইন ইলেভেনের পর ৬ ট্রিলিয়ন ডলার খরচ, ৫০ লাখ মানুষকে হত্যা করেছে আমেরিকা!

ইসলাম টাইমস ডেস্ক : ২০০১ সালের নাইন ইলেভেন (১১ সেপ্টেম্বর) নিউইয়র্কে সন্ত্রাসী হামলার পর গোটা বিশ্বে যুদ্ধের পেছনে ৬ ট্রিলিয়ন ডলার (৬ লাখ কোটি ডলার) খরচ করেছে। আর এ সব যুদ্ধে নিহত হয়েছে প্রায় ৫০ লাখ মানুষ। সূত্র : জং-উর্দু

যদিও নিহতের এই সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। অনেকে ধারণা নিহতের সংখ্যা আরও অনেক বেশি।

যুদ্ধ সংক্রান্ত ব্যায়ের এ তথ্য তুলে ধরতে আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ এ সমীক্ষা চালিয়েছে। গত সপ্তাহে তারা এই সমীক্ষা প্রকাশ করেছে।

রিপোর্টে বলা হয়েছে, নাইন ইলেভেনের পর ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানে প্রায় ৫০ লাখ মানুষ নিহত হয়েছে। তবে এই পরিসংখ্যানে সিরিয়ার যুদ্ধে নিহত ৫ লাখ মানুষকে গণনায় ধরা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের পেছনে এই বিশাল ব্যয় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। কারণ এমন ব্যয়ের চাপ সামলানো কঠিন। যুদ্ধের অবসান ঘটলে আমেরিকার জনগণের আরও বেশি সেবা করা সম্ভব।

প্রসঙ্গত, ২০০১ সালে ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ব বাণিজ্যকেন্দ্রে সন্ত্রাসী হামলায় ৩,৫০০ ব্যক্তি নিহত হয়। এরপর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে সামরিক আগ্রাসনের মাধ্যমে সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু করে। এরপর ইরাকে অভিযান চালানো হয় এবং এখনও বিশ্বের বিভিন্ন দেশে সে যুদ্ধ চলছে।

পূর্ববর্তি সংবাদআমরা কাঁদতে ভুলে গেছি: মাওলানা ইসহাক ওবায়দী
পরবর্তি সংবাদসমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের : ওবায়দুল কাদের