যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে শনিবার (১৭ নভেম্বর) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জন। নিখোঁজ রয়েছেন ১ হাজার ২৭৬ জন। দাবানলে পুড়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি।
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের একটি ক্যাম্প ফায়ার থেকে আগুন ছড়িয়ে পড়ার পর এই দাবানল শুরু হয়। শনিবার প্রথমে মৃতের সংখ্যা ৭১ বলা হলেও পরে আরও পাঁচজনের মরদেহের সন্ধান মিলে।
ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দাবানলে এক লাখ ৪২ হাজার একর বনভূমি পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে ২৭ হাজার মানুষের বসতির প্যারাডাইস শহরও। মোট ৪৭ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের অনেকে জরুরি আশ্রয়কেন্দ্র ছাড়াও আত্মীয় ও বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
শনিবার দাবানল কবলিত এলাকা পরিদর্শন ও উপদ্রুতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, চলতি মাসের শেষ নাগাদ পর্যন্তও দাবানল জ্বলতে পারে। ক্যালিফোর্নিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি অঞ্চলে তৈরি হয়েছে অপেক্ষাকৃত ছোট ছোট দাবানল। এর মধ্যে রয়েছে স্যান ফ্রান্সিসকোর কাছে মরগান ফায়ার, লস অ্যাঞ্জেলসের কাছে উলসে ফায়ার।
